বটিয়াঘাটা, খুলনার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা


অদ্য ০৭/০২/২০২৪ তারিখ রোজ বুধবার বটিয়াঘাটা প্রেসক্লাব সম্মেলন কক্ষে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়। কৃষক নেতা অশোক কুমার সরকারের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জবেদ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রহ্লাদ জান্দার, বীর মুক্তিযোদ্ধা বিনয় সরকার, অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, মনোরঞ্জন মন্ডল, অনুপম বিশ্বাস, ইমরান হোসেন সুমন, পরিতোষ রায়, আশালতা ঢালি, কানন মল্লিক, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব রেজবিউল কবির। সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরোসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার জন্য মত প্রকাশ করেন ও শপথ গ্রহণ করেন। এছাড়া রাজনৈতি, ধর্মিয় ও জাতিগত সহিংসতা নিরোসনে দল মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে বটিয়াঘাটার সকল জনগনকে সাথে নিয়ে আগামিতে কাজ করার কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি হাতে নেওয়া হয়।