বাগেরহাট ষাটগুম্বজ ইউনিয়নে ২০২৩-২০২৪ এর বাজেট


বাগেরহাট ষাটগুম্বজ ইউনিয়নে ২০২৩-২০২৪ এর বাজেট
বাগেরহাট সদর উপজেলার ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদ এর ২০২৩-২০২৪ সালের অর্থ বছরের উম্মুত্ত বাজেট ঘোষনা করা হয়েছে।গতকাল মঙ্গলবার বিকালে ৭নং ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে ও সচীব কিশোর কুমার পালের স ালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে ্পস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী অফিসার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার আজগর আলী,প্রাত্তন চেয়ারম্যান এম এ মতিনসহ ,ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষ,উপজেলা প্রশাসন,রাজনৈতিক ব্যক্তিত্ব ,জনপ্রতিনিধি,সাংবাদিক,বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ ইউপি সদস্যা/সদস্যগন এই বাজেট অনুষ্ঠানে তাদের সু চিন্তিত মতামত প্রকাশ করেন।সকাল ১১টায় উম্মুত্ত বাজেটে খাত ওয়ারী নীতিমালার আলোকে আয় দেখানো হয়েছে ২৩৭,৮৫,৩০৭//এবং ব্যায় দেখানো হয়েছে। ২৩৭,৫৬০০৭/ উদবৃত্ত দেখানো হয়েছ্ ে২৯৩০০/ এছাড়া ইউনিয়নেরবাল্য বিবাহ ,মাদক নিমুল করতে ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলিং সহ উঠান বৈঠনের মাধ্যমে ইউনিয়ন বাসীকে সচেতন করার লক্ষে বিভিন্ন সিন্দান্ত গহন করা হয়।