বিএনপি-জামায়াতের সকল অরাজকতা জনগনকে সাথে নিয়েই প্রতিরোধ করছে আওয়ামী লীগ- ডা. দুলাল
অনলাইন নিউজ ডেক্স
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, বিএনপি-জামায়াতের সকল অরাজকতা জনগনকে সাথে নিয়েই প্রতিরোধ করছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত তাদের পূর্বের নীতি অনুসরণ করে আবারও আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। বাংলার জনগন তাদের প্রত্যাখ্যান করেছে।
রবিবার (২৯ অক্টোবর) দুপুরে বিএনপি-জামায়াতের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শেষে বালাগঞ্জের বোয়ালজুড় বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডা. দুলাল বলেন, বিএনপি-জামায়াত এদেশের মানুষের জীবন নিয়ে খেলা করছে। তাদের হরতাল কর্মসূচিতে এদেশের সাধারণ মানুষ ধীক্কার দিচ্ছে। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে এদেশের আপামর জনসাধারণের ভোটে আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও ক্ষমতায় আসবে।
রবিবার মধ্যাহ্ন ১২টায় বিএনপি-জামায়াতের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট-৩ আসনের সর্বস্তরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর থেকে বালাগঞ্জ উপজেলা সদর হয়ে বোয়ালজুড় বাজারে একটি মোটর সাইকেল শোভাযাত্রা প্রদক্ষিণ করে।
এর আগে, চানপুরস্থ একটি ফিলিং স্টেশনে অবস্থান কর্মসূচি পালিত হয় এবং পরে বোয়ালজুড় বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, সহ সভাপতি নীলু ভূষণ দে, হুমায়ুন রশীদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক, দপ্তর সম্পাদক আব্দুশ শহীদ দুলাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নজমুল ইসলাম, শেখর দাস, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলকু, ইউপি সদস্য শামীম আহমদ, হাবিবুর রহমান, শেখ আব্দুল মুহিত, আওয়ামী লীগ নেতা সানুর আহমদ, যুবলীগ নেতা হেলালুজ্জামান বকুল, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুল হামিদ, মো. অলিউর রহমান, সাবেক ছাত্রনেতা রনি হাসান, শেখ লিটন আহমদ, সুমন আহমদ, রাসেল আহমদ চৌধুরী, শেখ মুমিনুল হাসান, সারওয়ার সিদ্দিক, শেখ কাশেম, মো. রিফাত, সেহান উদ্দিন সেজু প্রমুখ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।