ভারতের কাছে হারে দুঃসংবাদ পেলেন বেশিরভাগ ক্রিকেটার
অনলাইন নিউজ ডেক্স
আইসিসির ‘র্যাংকিং ডে’ বুধবার। নিয়ম করে প্রত্যেক বুধবার হালনাগাদ র্যাংকিং প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে এই বুধবারে বাংলাদেশের জন্য র্যাংকিংয়ের তালিকায় তেমন কোনো সুখবর নেই। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই র্যাংকিংয়ে কয়েক ধাপ পিছিয়েছেন।ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারের প্রভাব পড়েছে এই ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেটারদের র্যাংকিংয়ে।গোয়ালিয়রে ১৮ বলে ১২ রান করা তাওহিদ হৃদয় ব্যাটার র্যাংকিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন। প্রথম ওভারেই সাজঘরের পথ ধরা লিটন দাস দুই ধাপ পিছিয়ে ৪২ নম্বরে ঠাঁই পেয়েছেন। আর ভারত সিরিজ দিয়ে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়া মাহমুদউল্লাহ এক ধাপ পিছিয়ে নেমে গেছেন ৭৯ নম্বরে।র্যাংকিংয়ে ব্যাটারদের মধ্যে কিঞ্চিত উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। এক ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠেছেন তিনি।গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের শাসন করেছেন ভারতীয় ব্যাটাররা। যার প্রভাব পড়েছে মোস্তাফিজ-তাসকিনকে র্যাংকিংয়েও। টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে ১৬ নম্বরে মুস্তাফিজ, দুই ধাপ পিছিয়ে ২৫ নম্বরে রিশাদ, সাত ধাপ পিছিয়ে ৩০ নম্বরে নেমে গেছেন তাসকিন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।