ভারত থেকে এসেছে ৭৪ টন আলু


ভারত থেকে এসেছে ৭৪ টন আলু
দেশের বাজারে আলুর দাম লাগামহীনভাবে বাড়তে থাকায় এবার ভারত থেকে আলু আমদানি করল সরকার। চাল, ডা, গম, পেঁয়াজ, সজনেডাটা ও কাঁচামরিচসহ নানা ধরনের পণ্যের পর ভারত থেকে প্রথমবারের মতো এবার আলু আমদানি শুরু করা হয়েছে।বৃহস্পতিবার রাত ৯টায় তিনটি ট্রাকে করে এক হাজার ৪৮০ বস্তায় ৭৪.০১ টন আলু ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। শুক্রবার সরকারি ছুটি থাকায় শনিবার আলুর চালানটি ছাড়করণের কাজ করা হয় বলে জানান বেনাপোল স্থল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম।সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেওয়ার পর ৭৭টি আবেদনের বিপরীতে সরকার ১২ জন আমদানিকারককে ভারত থেকে প্রায় ৫০ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে। বেনাপোল স্থল বন্দর ও হিলি স্থল বন্দর দিয়ে অনুমতিপ্রাপ্ত আলুগুলো আমদানি করা হবে।কাস্টমস সূত্র জানায়, প্রতি টন আলুর কাস্টমস শুল্কায়ন মূল্য ১৮০ ডলার। সে হিসাবে টনপ্রতি আলুর ডিউটি দিতে হচ্ছে ৬৬৮৯ দশমিক ৫০ টাকা। সে মোতাবেক প্রতি কেজি আলুতে ডিউটি দিতে হচ্ছে ৬ দশমিক ৭০ টাকা। আলু কেনা, এলসি খরচ এবং ডিউটিসহ প্রতি কেজি আলুতে আমদানিকারকের খরচ পড়ছে প্রায় ২৯ টাকা। ফলে বাজারে ৩০-৩২ টাকায় সরবরাহ করা সম্ভব হবে। এতে করে দেশের বাজারে আলুর দাম অনেক কমে আসবে।

সর্বশেষ :