ভোলাহাটে (চাঁপাইনবাবগঞ্জ) দুর্যোগ বিষয়ক উপলক্ষে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
অনলাইন নিউজ ডেক্স
ভূমিকম্প, বন্যা ও বজ্রপাত মোকাবেলায় উপজেলা ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির করণীয় ও ভূমিকা বিষয়ক দুদিন ব্যাপী
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
৭জানুয়ারী ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ৭ ও ৮ জানুয়ারি দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহাবুব হাসান,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার ও উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন। প্রশিক্ষণে দুর্যোগ বিষয়ক নানা দিক তুলে ধরা হয়। প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন উপজেলার জনপ্রতিনিধি, শিক্ষক,ইমাম, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।