মাগুরায় কৃতিশিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা

মাগুরা সদর উপজেলার উত্তর ধর্মসীমায় কৃতিশিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। মাগুরা সদর উপজেলার উত্তরধর্মসীমা গ্রামের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগীতায় এই মিলন মেলার আয়োজন করা হয়। অনু্ষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রী ও শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ মা, সেরা সাংবাদিক সেরা কৃষকসহ বিভিন্ন গুণীজনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর সুজিত সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ যশোরের অতিরিক্ত উপ পরিচালক প্রতাপ মন্ডল। মোঃ জাহিদুল ইসলাম টিপু, চেয়ারম্যান ১২ নং কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদ। মুকুল মন্ডল, সহকারী প্রধান শিক্ষক অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয় ও মিলন কান্তি বিশ্বাস। প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী, কবি ও শিক্ষক স্বপন বিশ্বাস সহ আরোও অনেকেই। অনুষ্ঠানে ৩ দশকেরও বেশি সময় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় অধ্যক্ষ মোঃ নওয়াব আলীকে সেরা সাংবাদিক হিসাবে পুরষ্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দন বর।আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ভিন্ন অনুষ্ঠান দর্শক মনমুগ্ধকর পরিবেশে উপভোগ করেন।
