মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


”স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ২৮ এপ্রিল রবিবার মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে জেলা লিগ্যাল এইড অফিস এর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য ড. বীরেন শিকদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বেলুন উত্তোলনের মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস এর উদ্বোধন করেন। জেলা লিগ্যালভ এইড অফিস আয়োজিত দিনের কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র‌্যালীটি জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে জজ আদালত প্রাঙ্গনে এসে শেষ হয় এবং লিগ্যাল এইড মেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসুচির উদ্বোধন করেন সংসদ সদস্য ড. বীরেন শিকদার। এরপর আলোচনাসভা অনুষ্টিত হয়। মাগুরার সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মাহাবুব আকবর কল্লোল, সাধারন সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন, জেলা লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা, বিচারক ও প্যানেল আইনজীবীগন। বক্তাগন বিনা মূল্যে মাগুরায় দরিদ্র বিচার প্রার্থীদের আইনগত সহায়তা প্রদানের কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ আইনজীবদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।