মাগুরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কর্মশালা ও আলোচনাসভা


মাগুরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কর্মশালা ও আলোচনাসভা
মাগুরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কর্মশালা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের আতর আলী গণগ্রন্থাগারে এ অনুষ্ঠানের আয়োজন করে সাংবাদিকদের সংগঠন মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক (এমজেএন) ও মাগুরা রিপোর্টার্স ইউনিটি কল্যাণ সংস্থা (এমআরইউকেএস)। এতে অংশ নেন গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার অংশীজনেরা। দুপুর সাড়ে তিনটার দিকে ‘গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে অংশ নেন জেলা সদর ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকেরা। মাগুরা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এন কামরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন ডিবিসি ও আজকের পত্রিকার সাংবাদিক এবং মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফয়সাল পারভেজ। বিকেল ৫টায় সাংবাদিক ও অংশীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘মফস্বলে পেশাদার সাংবাদিকতার চ্যালেঞ্জ ও উত্তরণ’ শীর্ষক আলোচনাসভা। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বাসার আখন্দ, প্রথম আলোর সাংবাদিক কাজী আশিক রহমান, দীপ্ত টিভির কাশেমুর রহমান শ্রাবণ, রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মিরাজ হাসান, খোলা কাগজের মাসুম বিল্লাহ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক ইমরান নাজির, জেলা জাসাসের সভাপতি কাজী সিরাজ মিহির, বিতার্কিত নাহিদুর রহমান দুর্জয়, সাংস্কৃতিক কর্মী মিজান শরীফ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও দৈনিক মাগুরার প্রকাশক এম মাহাবুবুল আকবর কল্লোল, বাংলাদেশ জাসদের সভাপতি এটিএম মহব্বত আলী, জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল মতিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর, লেখক ও সোশ্যাল মিডিয়া এ্যক্টিভিস্ট জাহাঙ্গীর কবীর প্রমুখ। আলোচকরা বলেন, সাংবাদিকদের জ্ঞানের সল্পতা, নিরাপত্তার অভাব, আর্থিক নিরাপত্তা না থাকা, প্রশাসনিক ও রাজনৈতিক চাপ, প্রলোভনসহ নানা কারণে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা পেশাদারিত্ব ধরে রাখতে পারছেন না। সাংবাদিক আবু বাসার আখন্দ বলেন, ‘ভালো সাংবাদিকতা করতে গেলে নানা রকম চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। তবে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে অনেক সমস্যা মোকাবিলা করা সহজ হয়’। দৈনিক মাগুরার প্রকাশক আইনজীবী এম মাহাবুবুল আকবর কল্লোল বলেন, \'মাগুরা দেশের অন্যতম পিছিয়ে পড়া একটি জেলা। এই জেলার সংকট ও সম্ভাবনার বিষয়টি আরও বেশি আলোচনায় আশা দরকার। এ জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন সাংবাদিকরা\'। জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল মতিন বলেন, \'সাংবাদিকদের কাজের উপর দেশের মানুষের ভালো মন্দ নির্ভর করে। তাঁরা যদি সঠিক কথা লেখে তাহলে বিপদে জনগণ তাঁদের পাশে দাঁড়াবে। আবার পরকালেও তাঁরা পুরস্কৃত হবে\'। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর বলেন, ‘সাংবাদিকদের সত্যিকারে বস্তুনিষ্ঠ খবর উপস্থাপন করতে হবে। তাঁরা যখন পক্ষপাতমূলক আচরণ করবে তখন নিরাপত্তার ঘাটতি হবে। তবে তাঁরা সত্যিকার অর্থে জনস্বার্থে কাজ করলে সাধারণ মানুষ তাঁদের পাশে দাড়ায়’। লেখক ও সোশ্যাল মিডিয়া এ্যক্টিভিস্ট জাহাঙ্গীর কবীর বলেন, ‘রাষ্ট্রের অনেক সংকটের মূলে রাজনৈতিক দল গুলোর ব্যর্থতা। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে সাংবাদিকদের স্বাধীনতা খর্ব করে। এ কারণে রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রয়োজন’। মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক ও মাগুরা রিপোর্টার্স ইউনিটি কল্যাণ সংস্থার এ আয়োজনে সহযোগিতা করেছে পিআইডি, দৈনিক মাগুরা, মাগুরা প্রতিদিন, মাগুরা নিউজ, মাগুরার কাগজ, মাগুরার ঘটনা, মাগুরা টিভি, মাগুরা দর্পন ও বাংলার কণ্ঠ।