মাগুরা শালিখায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।


মাগুরা শালিখায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
মাগুরার শালিখাতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ১৪ জানুয়ারি মঙ্গলবার আড়পাড়াতে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। প্রধান অতিথি বলেন যে, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে তরুণরা সঠিকভাবে মত প্রকাশের কৌশল আয়ত্ত করে এবং নেতৃত্ব দেওয়ার দক্ষতা অর্জন করে। এটি তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়, জ্ঞানচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করে এবং সমাজের বিভিন্ন বিষয়ের প্রতি সচেতনতা বাড়ায়।এসময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম,উকজেলা বিএনপির সাবেক সভাপতি মুন্সি আনিচুর রহমান মিল্টন,উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলার বিভিন্ন কলেজ মাদরাসা ও স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।