মিরপুরে ধান কাটার জন্য কৃষকদের মাঝে আধুনিক হারভেস্টার বিতরণ


কুষ্টিয়া জেলার মিরপুরে কৃষকদের ধান কাটার জন্য সরকারি উন্নয়ন সহায়তায় বরাদ্দকৃত মেটাল কোম্পানির কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মিরপুরে সরকারি ভর্তুকির আওতায় নয় জন কৃষককে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হচ্ছে। যা প্রথম ধাপে তিনজন কৃষককে বিতরণ করার মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। মেশিনগুলো দিয়ে স্বল্প মূল্যে উপজেলার বিভিন্ন এলাকার মাঠের ধান ও গম কাটা হবে। এ প্রসঙ্গে মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, চলতি মৌসুমে বোরো ধান কাটার সময় হয়ে গেছে। কিন্তু চলমান তাপদাহের এই পরিস্থতিতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। ফলে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এ অবস্থায় কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ আব্দুল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন সহ কৃষি অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।