মিরপুরে পান চাষীদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও


মিরপুরে চলমান তীব্র তাপ প্রবাহের জন্য পান বরজের ক্ষয়ক্ষতি মোকাবেলা বিষয়ক সচেতন মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল পান চাষীদের সঙ্গে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বারুইপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও চাষীরা মাদকাসক্তদের বিরুদ্ধে অভিযোগ করেন। তারা বলেন যারা মাদক সেবন করে তারা প্রায়ই পান বরজের মধ্যে গোপনে মাদক সেবন করে। তাদের মাধ্যমে বিভিন্ন সময় আগুনের সূত্রপাত হয়। এসময় তারা উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও পান চাষীরা কিভাবে বরজের ক্ষয়ক্ষতি রোধ করা যায় এবং পান বরজের চাষাবাদ আরও বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তীব্রতা প্রবাহে পানি সংকটের চিত্র তুলে ধরেন। উক্ত মতবিনিময় সভায় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেসার সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন পান চাষীদের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানের বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু সহ পোড়াদহ ও বারুইপাড়া ইউনিয়নের মেম্বার এবং উপসহকারী কৃষি অফিসার গণ উপস্থিত ছিলেন।