মুহাম্মদ (সঃ) এর জীবনী জানতে হবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে: হাসিনা মমতাজ
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী পড়তে হবে এবং তা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে তাহলেই আমাদের জীবন সোনার জীবনে পরিণত হবে আজ বৃহস্পতিবার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের সভাপতি হাসিনা মমতাজ এসব কথা বলেন। নবীজি (স.) এবং এক বৃদ্ধের গল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, অন্যায়, জুলুম, অনাচারের বিরুদ্ধে নবীজি সর্বদাই প্রতিবাদ করেছেন তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদেরকেও তেমনি অসহায় নিপীড়িত মানুষের পাশে থাকতে হবে। আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক একেএম খাইরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আনিচুর রহমান মিল্টন, সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী শফিউল আলম, শালিখা উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সি নয়নুজ্জামান নয়ন। এছাড়াও শালিখা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজায়েত হোসেন সজীব, শালিখা উপজেলা কৃষকদলের আহ্বায়ক তুহিন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সোহাগ মুন্সি, উপজেলা শ্রমিদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওই স্কুলের ইংরেজি শিক্ষক মাসুদুর রহমান। মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা কোর্ট মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাররফ হোসেন কাসেমী।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।