রঘুনাথপুরের ইউপি সদস্য আব্দুল মজিদ জামিনে মুক্ত


সকল জল্পনা কল্পনা শেষে জামিন পেয়ে গ্রামবাসীর ভালোবাসায় সিক্ত হলেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুরের ইউপি সদস্য আব্দুল মজিদ। বুধবার সন্ধ্যার দিকে আব্দুল মজিদ মেহেরপুর কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করে বের হয়ে আসলে জেল গেট থেকে তাকে ফুলের মালা পরিয়া উষ্ণ অভিনন্দন জানান রঘুনাথপুর গ্রামবাসী। গত ৪ জুন তুচ্ছ ঘটনার জেরধরে মেহেরপুরের রঘুনাথপুরে আপন ভাগ্নে মোঃ কামিরুল ইসলাম তার আপন দুই মামা মোঃ সালাম (৬০), মোঃ শামসুল হক (সামু) (৫০) কে কুপিয়ে জখম করে। ওই ঘটনা ইউপি সদস্য আব্দুল মজিদ সহ হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রতিপক্ষ। ইউপি সদস্য আব্দুল মজিদ গত ৩ জুন আদালতে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার দুপুরের দিকে আদালত তাকে জামিন দিলে সন্ধ্যার পূর্বে জেলখানা থেকে বের হয়ে আসার পরপরই রঘুনাথপুর গ্রামবাসী তাকে ফুলের মালা পরিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তার গ্রামের বাড়ি নিয়ে যায়। এই সময় ইউপি সদস্য মকবুল হোসেন, আরিফ খান, আব্দুল্লাহ, আসাদুজ্জামান পিন্টু, তৌফিক,সালমা খাতুন মনজুয়ারা প্রমুখ উপস্থিত ছিলেন।