রাজশাহীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


রাজশাহীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাজশাহী জেলার বাঘায় পুকুরে ডুবে ১০ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ৩ টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের একটি পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু ওমর ফারুকের বয়স ১০ বছর। সে রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের মোঃ দোলন এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ৩ টায় দিকে বাড়ীর পার্শে একটি পুকুরে ভেসে থাকা মাছ ধরতে পানিতে নামলে সে পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বাঘা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বাঘা থানার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, মৃত শিশুটির লিগ্যাল গার্জিয়ানদের পরিচয় দেখে এবং থানায় একটি ইউডি মামালা করে তার মায়ের কাছে লাঁশ হস্তান্তর করা হয়েছে।