রাজশাহীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মুত্যু


রাজশাহীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মুত্যু
রাজশাহীর মোহনপুরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের খাড়তা গ্রামে এই ঘটনা ঘটে।মারা যাওয়া দুই শিশু হলেন, রুবেল হোসেনের ছেলে রজব আলী ও তাদের বাড়ীতে বেড়াতে আসা খালাতো বোন কেয়া খাতুন।জানাযায়, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের খাড়তা গ্রামের রুবেল হোসেন এর ছেলে রজব আলীর বাড়িতে বেড়াতে আসা নাটোরের লালপুর উপজেলার মুকুল হোসেনের মেয়ে তার খালাতো বোন কেয়া খাতুন এক সাথে খেলাধুলা করছিলো। খেলাধুলার একপর্যায়ে তারা দুইজন পাশের জনৈক বাচ্চু হোসেন এর (লিজকৃত সরকারি) পুকুরে পরিবারের লোকজনের অগোচরে পানিতে ডুবে যায়।পরে স্থানীয় লোকজন শিশু দুইটিকে অনেক খোজা-খুঁজির পর ওই পুকুর থেকেউদ্ধার করে তাৎক্ষণিক মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু বাচ্চা দুইটিকে মৃত বলে ঘোষণা করেন।