রাজাপুর উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত
অনলাইন নিউজ ডেক্স
৩০ এপ্রিল ২০২৪ রোজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ শাহ জাহান মোল্লার সভাপতিত্বে এবং উন্নয়ন সংগঠন সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম নান্নু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন মিনু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আল আমিন রুমান, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক নিত্যনন্দ সাহা, প্রেস ক্লাবের সভাপতি মো: এনামুল হোসেন খান, সাংবাদিক ইউনিয় এর সভাপতি রহিম রেজা প্রমুখ,। এ ছাডাও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও নারী সংগঠকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পিএফজি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া কো-অর্ডিনেটর এস. এম. রাজু জাবেদ। তিনি বলেন, একটি উদার, অসম্প্রদায়িক, সহনশীল মুক্ত মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টির লক্ষ্যেই এ কমিটি গঠনের মূল উদ্দেশ্য। এ কমিটির কার্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান। এরপর সভার সদস্যদের সর্বসম্মতিক্রমে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন মিনু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর ও উম্মে আসমা সুখিকে অ্যাম্বাসেডর এবং সৈয়দ হোসাইন আহমেদ কামালকে কো-অর্ডিনেটর করে ত্রিশ সদস্য বিশিষ্ট পিএফজি প্ল্যাটফর্ম গঠন করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এর ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।