রানীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।
একে আজাদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।অনুষ্ঠিত কর্মসূচি সমূহ : ১২টা ১মিঃ মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘিতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পুষ্পস্তবক অর্পণ করেন।
সকালে ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন,
শান্তির প্রতৃক পয়রা অব মুক্ত করণ,
আইন শৃঙ্খলা বাহিনীদের
কুচকাওয়াজ,
ছাত্র-ছাত্রীদের ডিসপ্লেসহ অন্যান্য অনুষ্ঠান প্রদর্শিত হয়।
১১টায় ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন - সাবেক সংসদ সদস্য ও জেলা আ‘লীগ সহঃ সভাপতি সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ইয়াসিন আলী,
উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক,
ভাইস্ চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস্ চেয়ারম্যান সেফালী বেগম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা,কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, পৌর আ‘লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, রিয়াজুল ইসলাম, বিদেশি চন্দ্র রায়, যুদ্ধকালিন কমান্ডার সিরাজুল ইসলাম প্রমুখ। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহঃ অধ্যাপক প্রশান্ত বসাক।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।