লেনদেনের সময় জানাল বাংলাদেশ ব্যাংক
অনলাইন নিউজ ডেক্স
দেশের সব ব্যাংক বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক নিয়মে চলবে। মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাভাবিক সময়সূচি অনুযায়ী, ব্যাংক খোলা থাকবে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংকের মতো বুধবার থেকে দেশের শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হবে। সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। মূল লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত।
কারফিউ ও সাধারণ ছুটির জন্য তিনদিন ব্যাংক বন্ধ ছিল। এরপর পাঁচ কার্যদিবস কারফিউ শিথিলের সময় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।