লৌহজংয়ে মাহিন্দ্রা, থ্রী হুইলার চলাচল বন্ধে প্রশাসনের নির্দেশ


মুন্সীগঞ্জের লৌহজংয়ে মহাসড়ক, শাখা সড়কে মাহিন্দ্রা, থ্রী হুইলার চলাচল বন্ধে নির্দেশ নিয়েছে প্রশাসন। তবে মাহিন্দ্রা বন্ধ হচ্ছে না। অদৃশ্য শক্তিতে তাদের কাজ যেন চলছে। মহাসড়কে, শাখা সড়কে অবাধে চলছে ঐ অবৈধ যানবাহন মাহিন্দ্রা, থ্রী হুইলার। এ মহাসড়কে দ্রুতগামী যানবাহনের সাথে পাল্লা দিয়ে আইনের কোন তোয়াক্কা না করে মাহিন্দ্রা ও থ্রী হুইলার চলছে প্রতিনিয়ত। এই অবৈধ (অনিবন্ধিত) তিন চাকার যানবাহন চলাচল বন্ধের জন্য স্থানীয় জনপ্রতিনিধির উপর যে নির্দেশ দেয়া হয়েছে তারা যেন ঘুমিয়ে আছে। তবে লৌহজং থানা পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাম প্রকাশে অনিচ্ছুক মালিরঅংক, বৌলতলীর স্থানীয় বাসিন্দারা জানান, সরকার আমাদের মাটির রাস্তা ও পাকা রাস্তা করে দিয়েছে। কিন্তু মাহিন্দ্রা দিয়ে সকল রাস্তার বেহাল অবস্থা করে দিচ্ছে। আমাদের রাস্তার পাশে বাড়ি। ধুলো ও বালি বাড়িঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের আক্রান্ত করছে বিভিন্ন প্রকার রোগে। দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। আর তার সঙ্গে বাড়ছে নিহত ও আহতদের সংখ্যা। পবিারের আয়ের প্রধানকে হারিয়ে নিঃস্ব হয়ে পরিবার- পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে অনেক পরিবার।সরেজমিনে গিয়ে দেখা যায়, লৌহজংয়ের বেজগাঁও ১নং ওয়ার্ড, গাঁওদিয়া ১নং ওয়ার্ড, খিদিরপাড়া, কনকসার, বৌলতলী, হলদিয়া নাগেরহাটসহ বিভিন্ন স্থানে বড় বড় রাজনৈতিক নেতা-কর্মীদের ছত্রছায়ায় অবৈধ বালু ও অবৈধ মাটি ব্যবসায় ব্যবহৃত হচ্ছে এসব যানবাহন। তাদের সাথে কথা বলতেই চলে আসে নেতাদের নাম। আরো দেখা গেছে, স্কুলের সামনে মহাসড়কের ও শাখা সড়কে মাহিন্দ্রা চলছে দ্রুত গতিতে।গাঁওদিয়ার স্থানীয় অনেকেই বলেন, গুরুত্বপূর্ণ মহাসড়ক ও শাখা সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত অবৈধ যানবাহন যেমন- থ্রী হুইলার, আটোরিকশা, ইজিবাইক, মাহিদ্রা, নছিমন-করিমন ও ভটভটি, আলম সাধু, এছাড়াও শ্যালোইঞ্জিন ব্যবহার করে স্থানীয়ভাবে তৈরি করা এসব অবৈধ যানবাহনের নেই কোনো বৈধতা। আর এসকল যানবাহনের কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা।সরেজমিন গিয়ে আরো দেখা গেছে, স্কুলের সামনে মহাসড়কের ও শাখা সড়কে মাহিন্দ্রা দ্রুত গতিতে চলছে।নাম প্রকাশে অনিচ্ছুক বেজগাঁওয়ের বাসিন্দা জানান, অবৈধ থ্রী হুইলার, মাহিন্দ্রা এসব গাড়িগুলোর ব্রেক সিস্টেম ভালো না। নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন। চালকদের নেই কোনো ড্রাইভিং প্রশিক্ষণ, নেই লাইসেন্স। প্রায় সময় মালপত্রসহ গাড়ি উল্টে ঘটছে নিয়মিত দুর্ঘটনা।বৌলতলী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. বিল্লাল হোসেন জানান, আমাদের এলাকার একটি মাটির রাস্তার বেহাল অবস্থা করে দিয়েছে খিদিরপাড়া থেকে মাটিবাহী মাহিন্দ্রা। আমরা এলাকার লোকজন নিয়ে বাধা দিয়েছি। বর্তমানে কাজ বন্ধ আছে। লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, মহাসড়ক ও শাখা সড়কে শ্যালোই ঞ্জিনচালিত অবৈধ যানবাহন মাহিন্দ্রা গাড়ি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করি আসছি। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যেসকল অবৈধ যানবাহন চলাচল করছে, তাদের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল আউয়াল বলেন, আমরা আইন -শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাহিন্দ্রা গাড়ি চলাচল বন্ধের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছি। কিছুদিনের মধ্যে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।