শালিখায় গাঁজা গাছসহ আটক ১
মোঃ কুতুবুল আলম শানু, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা
মাগুরার শালিখায় দুইটি গাঁজা গাছসহ মামুনুর রশীদ মামুন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। মামুনুর রশিদ শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের পাথরঘাটা গ্রামের জিল্লুর রহমানের ছেলে।মঙ্গলবার রাতে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়ার নেতৃত্বে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এস আই) আনোয়ার হোসেন ও এসআই কাজী শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, পাথরঘাটা গ্রামের সৈয়েদ মামুনার রশীদ এর বসত বাড়ীর পিছনে লাউ গাছের মাচার মাঝে মাদক দ্রব্য গাঁজার গাছ রোপন করে পরিচর্যা করে আসছিলো৷গোপন সংবাদের ভিত্তিত্বে দুইটি গাঁজার গাছ সহ আসামীকে গ্রেফার করা হয়েছে৷ গাঁজার গাছ দুইটির ওজন ১ কেজি ১৪৫ গ্রাম। শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আসামিকে আদালতের সোপর্দ করা হয়েছে।