শালিখায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার


শালিখায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার
মাগুরার শালিখা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত, জি আর, সি আর ওয়ারেন্ট ভুক্ত এবং নিয়মিত মামলার মোট ১২জন আসামি গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।শালিখা থানা পুলিশ সূত্রে জানা যায়, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়ার নিদর্শনায় শালিখা থানা পুলিশ ৭মার্চ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় উপজেলার কুমারকোটা গ্রামের শফিউদ্দিন মোল্যার ছেলে মোঃ হোসেন আলী (৩০), গোপালগ্রামের কলিম মোল্যার ছেলে ইব্রাহীম (২৫), হরিশপুর গ্রামের মৃত নওশের আলী শেখের ছেলে মোঃ কামাল হোসেন (৪৫), শতখালী গ্রামের মোঃ আবু বক্কর মোল্যার ছেলে মোঃ মঞ্জুর মোল্যা (৪২), গজদুর্বা গ্রামের শওকত মন্ডলের ছেলে আরাফাত মন্ডল (২৫), আমিয়ান গ্রামের মৃত বরকত আলী বিশ্বাসের ছেলে আলম বিশ্বাস (৪৫), সাতনাফুরিয়া গ্রামের মোঃ নওশের আলীর ছেলে রাসেল শিকদার (২৫), নাঘোসা গ্রামের সুরমান আলীর ছেলে মোঃ রকুনজ্জামান (৩০), উজগ্রামের কিয়াম উদ্দিন বিশ্বাসের ছেলে টিটুল বিশ্বাস (৩৮), কাতলী গ্রামের মৃত এবাদত মোল্যার ছেলে মোঃ কিবরিয়া (৪৫), সীমাখালী গ্রামের আলী মিয়ার ছেলে জয়নাল মিয়া (৪৫), শরুশুনা গ্রামের মোঃ ইলিয়াস শাহর স্ত্রী মোছাঃ নাসিমা বেগম (৪৫)।শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, আসামিরা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্ট ভুক্ত আসামি। গ্রেফতারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ :

৫০ বছর পার করেও যে ডায়েটে ফিটনেস ধরে রেখেছেন শাহরুখ-করণ   ৫০ বছর পার করেও যে ডায়েটে ফিটনেস ধরে রেখেছেন শাহরুখ-করণ ভারত-পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হলিউডে যাচ্ছেন কঙ্গনা   ভারত-পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হলিউডে যাচ্ছেন কঙ্গনা ৭৫ হাজার টাকা বেতনে বেসরকারি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে   ৭৫ হাজার টাকা বেতনে বেসরকারি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে নওগাঁর মান্দায় রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ।   নওগাঁর মান্দায় রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ। শিলাইদহ কুঠিবাড়িতে তিনদিনব্যাপী জাতীয় আয়োজনের উদ্বোধন নতুন বাংলাদেশে লালন ফকির ও হাসন রাজার অনুষ্ঠান জাতীয়ভাবে পালন করা উচিৎ ঃ মোস্তফা সরয়ার ফারুকী   শিলাইদহ কুঠিবাড়িতে তিনদিনব্যাপী জাতীয় আয়োজনের উদ্বোধন নতুন বাংলাদেশে লালন ফকির ও হাসন রাজার অনুষ্ঠান জাতীয়ভাবে পালন করা উচিৎ ঃ মোস্তফা সরয়ার ফারুকী রবীন্দ্র কুঠি বাড়িতে বিশ্বকবির ১৬৫ তম জন্মজয়ন্তী পালন   রবীন্দ্র কুঠি বাড়িতে বিশ্বকবির ১৬৫ তম জন্মজয়ন্তী পালন মালয়েশিয়ায় ১০৭ বাংলাদেশিসহ ১৬২ অবৈধ অভিবাসী গ্রেফতার   মালয়েশিয়ায় ১০৭ বাংলাদেশিসহ ১৬২ অবৈধ অভিবাসী গ্রেফতার বাংলাদেশে কাজ করা ৬ লাখ বিদেশি ফাঁকি দিচ্ছেন ১৮ হাজার কোটি টাকা   বাংলাদেশে কাজ করা ৬ লাখ বিদেশি ফাঁকি দিচ্ছেন ১৮ হাজার কোটি টাকা