শালিখা বুনাগাতী মোল্লাপাড়ার রাস্তায় চিকিৎসা নিতে আসা অজ্ঞাত নারীর লাশ


শালিখা বুনাগাতী মোল্লাপাড়ার রাস্তায় চিকিৎসা নিতে আসা অজ্ঞাত নারীর লাশ
মাগুরার শালিখার রাস্তায় ফকিরের কাছে চিকিৎসা নিতে আসা অজ্ঞাত এক নারীর (৬০) লাশ পাওয়া গেছে। বিকাল সাড়ে ৪ টার সময়ে বুনাগাতী বাজার থেকে হাফ কি.মি পশ্চিমে মোল্লাপাড়া মোড়ের রাস্তার পাশে তাকে পড়ে থাকতে দেখে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশে বাড়ীতে নিয়ে যায়। ততক্ষণে তার মৃত্যু হয়েছে। তার কাছে থাকা ব্যাগে ফকিরের কাছে চিকিৎসা নিয়ে আসা চিকিৎসা উপকরণ ও একটি মোবাইল নম্বর ছিলো। ঐ মোবাইলে যোগাযোগ করে জানাযায় তারবাড়ী মাগুরার মহম্মাদপুর উপজেলার নহাটা ইউনিয়নের খদ্দ ফুলবাড়ী। সে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়াতে এক ফকিরের কাছে চিকিৎসা নিতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। রিপোর্ট লেখা পর্যন্ত তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।