শিবগঞ্জে অভিযান, পরিচালনা করে ৩২৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক।
              
                  
 অনলাইন নিউজ ডেক্স                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
               
                                       
                                      
             
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    
 শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর (মদিনাপাড়া) গ্রামের মৃত পাচু চেয়ারম্যান এর পুকুরের উত্তর পূর্ব পাড়ে থেকে ৩২৫ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে 
র্যাব-৫।
গ্রেফতার কৃত ব্যক্তি হলেন  শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা (গোয়ালপাড়া) গ্রামের মোঃ মংলু আলী ও মোছাঃ রুমালী বেগমের ছেলে মোঃ কায়েম (৪২)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫ এর একটি অপারেশন দল ১০ এপ্রিল ২০২৩ ইং তারিখ মধ্যরাত ১২.৩০ মিনিটের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর (মদিনাপাড়া) গ্রামের মৃত পাচু চেয়ারম্যান এর পুকুরের উত্তর পূর্ব পাড়ে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্ব্বে্ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩২৫ (তিনশত পঁচিশ) বোতল  ফেন্সিডিলসহ আসামী মোঃ কায়েম (৪২), পিতা-মোঃ মংলু আলী, মাতা-মোছাঃ রুমালী বেগম, সাং-নয়ালাভাঙ্গা  (গোয়ালপাড়া), থানা-শিবগঞ্জ,  হাতেনাতে গ্রেফতার করোহয়েছে 
উপরোক্ত ঘটনায়  শিবগঞ্জ মডেল  থানায় মামলা রুজু করা হয়েছে।				   
				   				 
			   
          
                   