সংঘর্ষের আগে রুশ যুদ্ধবিমান ড্রোনের কাছাকাছি ৩০-৪০ মিনিট উড়েছে: পেন্টাগন
অনলাইন নিউজ ডেক্স
যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত হওয়া ড্রোনের সঙ্গে সংঘর্ষের আগে ৩০ থেকে ৪০ মিনিট ড্রোনটির কাছাকাছি উড়েছিল বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর পেন্টাগন। খবর: সিএনএন’র।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য বলছে, মার্কিন ড্রোনের সঙ্গে রুশ যুদ্ধবিমানের নিকটবর্তী হওয়া বা সংস্পর্শে আসার কোনো ঘটনাই ঘটেনি। এমনকি আকাশে অস্ত্রও ব্যবহার করা হয়নি।
পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার মঙ্গলবার বলেন, ‘সংঘর্ষের আগে ৩০ থেকে ৪০ মিনিট রাশিয়ার এসইউ-২৭ যুদ্ধবিমান এমকিউ-৯ ড্রোনের কাছাকাছি দূরত্ব রেখে ওড়ে, এবং পরে সংঘর্ষ হয়। ফলে ড্রোনটি ধ্বংস হয়ে যায়। কৃষ্ণসাগরের আন্তর্জাতিক পানিসীমায় গিয়ে ধ্বংসাবশেষ পড়ে। তবে তার সন্ধান মেলেনি।’
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপত্যকা বরাবর আকাশপথে রুশ সীমান্ত অভিমুখে যাত্রা করা একটি মার্কিন এমকিউ-৯ রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা দেয়। মঙ্গলবার সকালে হঠাৎ দ্রুততম সময়ে বারবার গতিপথ পরিবর্তন করায় মস্কোর স্থানীয় সময় মঙ্গল সাড়ে ৯টার দিকে এমকিউ-৯ ড্রোন অনিয়ন্ত্রিত উড্ডয়ন মুডে চলে যায় এবং কৃষ্ণসাগরের আন্তর্জাতিক পানিসীমায় বিধ্বস্ত হয়।’
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ‘রাশিয়ার যুদ্ধবিমানটি থেকে নিয়ে কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি।’
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।