সপ্তাহের শুরুতে বড় দর পতন


সপ্তাহের শুরুতে বড় দর পতন
টানা কয়েক সপ্তাহের অস্থিরতা কাটিয়ে গেল তিন সপ্তাহে কিছুটা স্বস্তি এসেছিল বিনিয়োগকারীদের মাঝে। ছয় দিন সূচক কমার বিপরীতে সাত দিন বেড়েছিল। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছিল ১৬৭ পয়েন্ট। তবে চলতি সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকাল রোববার সূচকটি হারিয়েছে প্রায় ৫৯ পয়েন্ট। প্রধান শেয়ারবাজার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩ কোম্পানির শেয়ারের মধ্যে গতকাল মাত্র ৩২টির দর বেড়েছে, বিপরীতে ২৯৭টি দর হারিয়েছে, অপরিবর্তিত বাকি ২৪টির দর। একই চিত্র ছিল মিউচুয়াল ফান্ড খাতে। লেনদেন হওয়া ৩৪ ফান্ডের মধ্যে ১৪টির দর কমেছে, বেড়েছে মাত্র চারটির। লেনদেনের এমন দশায় সাধারণ বিনিয়োগকারীদের কপালে ভাঁজ পড়েছে। অবশ্য বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, এখনই উদ্বেগের কিছু দেখছেন না তারা। গত কিছু দিনে কিছু শেয়ারের দরবৃদ্ধির পর মুনাফা তুলে নিতে শেয়ার বিক্রি বেড়েছে। এতে দর হারিয়েছে বেশির ভাগ শেয়ার। গতকাল সব খাতেই দর পতন হয়েছে। তবে ব্যাংক খাতের দর পতনে সূচক কমেছে বেশি, প্রায় ২৮ পয়েন্ট। শেয়ারদরের নিম্নমুখী ধারায় লেনদেনও প্রায় ১৭ কোটি টাকা কমে ৪১২ কোটি টাকায় নেমেছে।