সম্প্রতির যুব সমাজের উদ্যোগে দুই গ্রামের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত


সম্প্রতির যুব সমাজের উদ্যোগে দুই গ্রামের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত
বেড়কালোয়া ও কালোয়া—এই দুই গ্রামের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে এক আন্তরিক ও গঠনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান উদ্যোগ নেন ইমরান, সবুজ, এবং Md. Zelan Hossin। তাদের আহ্বানে দুই গ্রামের সচেতন যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে সম্প্রীতি, শান্তি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন— @Mohammad Mazid, @Monirul Islam, @MD Razu Ahmed, @Sheikh Mohammad Bappy, @Md. Jamirul Islam সহ আরও অনেকে। বক্তারা বলেন, দুই গ্রামের মধ্যে সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভুল বোঝাবুঝি নিরসন, পারস্পরিক শ্রদ্ধা, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানো, এবং যুব সমাজকে ইতিবাচক কাজে যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সভায় আলোচকরা আরও উল্লেখ করেন, “হিংসা, বিদ্বেষ ও বিভেদ নয়—ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতিই আমাদের শক্তি।” দুই গ্রামের উন্নয়ন ও কল্যাণে যৌথভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা। আলোচনা সভা শেষে সবাই একমত হন যে, নিয়মিত এ ধরনের সভা, সাংস্কৃতিক আয়োজন ও সামাজিক উদ্যোগ দুই গ্রামের সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হবে একটি ইতিবাচক দৃষ্টান্ত। উদ্দ্যোগ গ্রহণ করেন, মোঃ ইমরান হেসেন (শাফিন), মোঃ শাহাদৎ হেসেন (সবুজ), মোঃ সাব্বরির হোসেন ও মোঃ মনিরুল ইসলাম