সরাইলে অবৈধভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা


সরাইলে অবৈধভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা
জেলার সরাইল উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ভেকোর সহকারী ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সরাইল উপজেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন। ১৬ অক্টোবর দুপুরে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারায় ভেকো দ্বারা মাটি উত্তোলন কালে সহকারী ম্যানেজার শাকিল আহমেদ (৩০) পিতা-আহাম্মদ উল্লাহ, জেলা ফিরোজপুরকে এদন্ড প্রদান করা হয়। ঐসময় ভেকোর মালিক ও মুলহোতা টের পেয়ে সরে যায়। ভেকোটি সরাইল থানায় রাখা হয়েছে। একসপ্তাহের মধ্যে মালিক পক্ষ যোগাযোগ করে তার ভেকো ফিরিয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারবে বলে জানা গেছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরাইল উপজেলার একাধিক অবৈধ কার্যক্রম বন্ধে বহুবার অভিযান চালিয়েছি এবং সরকারি আইন বাস্তবায়নে যথাযথ জরিমানা করে সরকারি কোষাগারে জমাসহ এবং একাধিক দুষ্কতকারিকে কারাগারেও প্রেরণ করেছি। এই অভিযান অব্যাহত থাকবে।