সরাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মো:রফিকুল ইসলাম, উপজেলা প্রতিনিধি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।জুলাই মাসে শাহাদাতবরণকারী সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। সেই সাথে শহিদদের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়ন ও জাতির কল্যাণে কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়।আলোচনা সভা শেষে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।