সরাইলে কৃষি জমি ভেকু দিয়ে ভরাট করার অপরাধে ১জন কে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান


সরাইলে কৃষি জমি ভেকু দিয়ে ভরাট করার অপরাধে ১জন কে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান
সরাইল উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় একদল মানুষ কৃষি জমি ভেকু অবৈধভাবে মাটি কর্তন করে রাস্তার পাশের জমি ভরাট করতেছিলো। এই সময় অভিযানের টের পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজন কে আটক করা হয়। এইসময় তিনটি ট্রাক জব্দ করা হয়। এই সময় মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারায় উভয় কে ৬ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পালিয়ে যাওয়া অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়।