সরাইল উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত
মো:রফিকুল ইসলাম, উপজেলা প্রতিনিধি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
‘হাত ধোয়ার নায়ক হোন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫” সরাইল উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যৌথ উদ্যোগে ১৫ অক্টোবর বুধবার সকাল ১১.০০ টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে এলাকা প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্তরে এসে হাত ধোয়া প্রদর্শন সমপন্ন করে ও হাত ধোয়া প্রদর্শন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি সরাইল উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন সাহেব, সভায় সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী(সরাইল) মো. রূপক।
আরও উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. মনছুর আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নৌসাদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিফাত বিন রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ রানা,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা, বিউটি আক্তার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়মা সাবরিন ও শাহরিমা সুলতানা, উপজেলা মৎস্য অফিসের মো. জসিম মিয়া।এবং আরও উপস্থিত ছিলেন ছাত্র/ছাত্রী/শিক্ষক/শিক্ষিকা /বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী সহ আমন্ত্রিত সুধি-মন্ডলী আপ্যায়নের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়। ইউএনও মো.মোশারফ হোসাইন প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিক্ষন কার্ষক্রম পর্ষবেক্ষণ করেন।
তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হাতের মাধ্যমে অনেক জীবানু ছড়াই। এজন্য খাবারের পূর্বে অবশ্যই সঠিক নিয়মে হাত পরিষ্কার করতে হবে। এতে অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকা সম্ভব।
