সানায় মার্কিন হামলায় নিহত অন্তত চারজন: দাবি হুথিদের
অনলাইন নিউজ ডেক্স

ইয়েমেনের হুথি গোষ্ঠী জানিয়েছে, রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। রবিবার চালানো এই হামলায় একটি বাড়ি ধ্বংস হয়ে যায় এবং নারী ও শিশুসহ আরও ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সানার বানি মাতার জেলার আল-জাবাল আল-আসওয়াদ এলাকায় মার্কিন যুদ্ধবিমান তিনটি পৃথক হামলা চালিয়েছে। তবে এসব হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, তা এখনও নিশ্চিত নয়।এর আগে হুথিরা জানিয়েছিল, উত্তর ইয়েমেনের সা’দা প্রদেশে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত দুইজন নিহত এবং নয়জন আহত হয়েছে। হুথিদের আল মাসিরাহ স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, একটি দুইতলা ভবন হামলায় পুরোপুরি ধসে পড়েছে।ইসরাইলের গাজা যুদ্ধ চলাকালীন ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে হুথিরা রেড সাগরে শিপিং লাইনে হামলা শুরু করলে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইয়েমেনে বিমান হামলা জোরদার করে। এরপর থেকেই ইয়েমেনে হুথি অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।প্রতিবেদনে বলা হয়, গত এক মাসে মার্কিন বিমান হামলায় ইয়েমেনে বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরিবার ধ্বংস হয়েছে, সেনা ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং হুথি যোদ্ধারাও প্রাণ হারিয়েছেন।হোয়াইট হাউস জানিয়েছে, এ পর্যন্ত ইয়েমেনে ২০০-র বেশি বিমান হামলা চালানো হয়েছে।হুথিরা বলছে, গাজায় মানবিক সহায়তা আটকে দেওয়ার প্রতিবাদে এবং যুদ্ধবিরতি ভেঙে ইসরাইল নতুন করে হামলা শুরু করার পর তারা আবারও ইসরাইল-সংযুক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দেয়। গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত হুথিরা ১০০-র বেশি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।এছাড়া, হুথিরা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজেও হামলা চালিয়েছে বলে জানিয়েছে।
