সাবেক সতীর্থকে কেন ‘বিশ্বাসঘাতক’ বললেন ধোনি


সাবেক সতীর্থকে কেন ‘বিশ্বাসঘাতক’ বললেন ধোনি
একসময় চেন্নাই সুপার কিংসের জার্সিতে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি এবং ডোয়াইন ব্রাভো। তবে সময়ের পরিক্রমায় তাদের পথ বেঁকে গেছে। ধোনি এখনো চেন্নাইয়ের জার্সিতে খেলছেন। তবে ব্রাভো এখন আর ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলছেন না, বরং কলকাতা নাইট রাইডার্সের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন তিনি।সম্প্রতি চেন্নাই সুপার কিংসের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, নেটের ভেতর গ্লাভস পরে সম্ভবত ব্যাটিং অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তখন ডোয়াইন ব্রাভো গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছিলেন ধোনির কাছে। তাকে দেখে খোঁচা মারার লোভটা সামলাতে পারেননি চেন্নাইয়ের নেতৃত্বে ফেরা ধোনি।কনুইয়ের হাড়ে চিড় ধরায় আইপিএল শেষ হয়ে গেছে চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের। তাই সাবেক অধিনায়ক ধোনিকে আবারও নেতৃত্বে ফিরিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।ধোনির নেতৃত্বে আজ (শুক্রবার) রাতে কলকাতার মুখোমুখি হবে চেন্নাই। এই ম্যাচের আগে এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অনুশীলনে ব্রাভোর সঙ্গে দেখা হয় ধোনির।তখনই নেটের ভেতর থেকে ধোনি বলে ওঠেন, ‘বিশ্বাসঘাতক এখানে এসেছে।’ ব্রাভো হাসতে হাসতে উত্তর দেন, ‘জীবন খুবই অন্যায্য।’ নেটের পাশে দাঁড়ানো চেন্নাই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এ সময় তাকে দেখে বুকে জড়িয়ে নেন এবং বলেন, ‘হেই ডিজে।’ ব্রাভো এরপর ধোনির সঙ্গে নেটের বাইরে থেকেই হাত মেলান এবং তার সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন।উল্লেখ্য, ২০১১ থেকে ২০১৫ ও ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত চেন্নাইয়ে ধোনির সতীর্থ ছিলেন ব্রাভো। ২০২৩ ও ২০২৪ সালে চেন্নাইয়ে বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন। ধোনির নেতৃত্বে চেন্নাইয়ের ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২২ সালে আইপিএল জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রাভো।