সালমানের এশিয়ান ট্যুর থেকে কি বাদ পড়লেন সোনাক্ষী
অনলাইন নিউজ ডেক্স
সালমান খানের হাত ধরে বলিউড সিনেমায় সোনাক্ষী সিনহার অভিষেক। ‘দাবাং’ সিনেমার সূত্র ধরে এই দুই বলিউড তারকার যে সুসম্পর্ক গড়ে উঠেছিল, তা আজও অটুট। এরপরও এশিয়ান ট্যুরে সোনাক্ষীকে সঙ্গে নিচ্ছেন না সালমান। অভিনয়ে অভিষেকের পর সোনাক্ষী এই প্রথম বলিউড ভাইজানের কোনো বিদেশ ট্যুর থেকে বাদ পড়লেন।
আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সালমান খান দেশে-বিদেশে যেসব অনুষ্ঠান করেন তার সবগুলোতে থাকেন সোনাক্ষী। সেই সুবাদে অভিনেতার এশিয়ান ট্যুরে সফরসঙ্গী হিসেবে সোনাক্ষীর থাকার কথা ছিল। এমনকি এই ট্যুরের পোস্টারেও রাখা হয়েছিল অভিনেত্রীর ছবি। কিন্তু হঠাৎ দেখা গেল পোস্টারে বদলে গেল অভিনেত্রীর মুখ।
সোনাক্ষীর জায়গায় সেখানে উঠে এসেছে তামান্না ভাটিয়ার ছবি। তারপর থেকে সোনাক্ষীকে নিয়ে জল্পনায় মেতে উঠেছেন নেটিজেনরা।
কেউ বলছেন, অভিনেত্রী অন্তঃসত্ত্বা। সেই কারণে এবার সালমানের সফরসঙ্গী হতে পারছেন না তিনি। কেউ আবার অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত করতে পডকাস্ট অনুষ্ঠানের বিষয়টি টেনে এনেছেন। এ কারণে সাম্প্রতিক সময়ে সেই পডকাস্টে অভিনেত্রীকে বারবার বালিশ দিয়ে হেলান দিয়ে কথা বলতে দেখা গেছে।
এ ছাড়াও বেশির ভাগ সময় তাঁর বড় আকারের পোশাক পরার বিষয়টি নিয়েও নানা জন নানা মন্তব্য করেছেন।
তাদের কথায়, মা হতে চলার খবর গোপন রাখতেই বড় ও ঢোলা পোশাক পরা শুরু করেছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহার এই সুযোগ্য কন্যা। যদিও এই প্রসঙ্গে সোনাক্ষী ও তাঁর স্বামী জাহির ইকবাল কেউই এখনও কোনো মন্তব্য করেননি। তারপরও নেটিজেনরা তাদের সন্দেহ ও অনুমানের কথা ঠিক প্রকাশ করে চলেছেন।
