স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সংসদ নির্বাচনে

শেখ হাসিনা হাতকে শক্তিশালী করুন, ডা. দুলাল


বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির অন্যতম সদস্য এবং সিলেট-৩ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার সকল সংকল্প পূরণে সক্ষম হয়েছেন। আমার বাড়ি আমার খামার, ডিজিটাল বাংলাদেশ, পদ্মাসেতুসহ তার সকল স্বপ্নই এখন দৃশ্যমান। জননেত্রী শেখ হাসিনার আরও একটি ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ও জালালপুর ইউনিয়ন এবং বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের বিভিন্ন বাজারে জনসংযোগকালে ডা. দুলাল আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। বাংলাদেশ আওয়ামী লীগ আমার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড বিবেচনা পূর্বক আমাকে দলীয় মনোনয়ন প্রদান করে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিলে মাননীয় প্রধানমন্ত্রীকে এ আসনে নৌকার বিজয় উপহার দেবো। তিনি আরও বলেন, আমি মনে করি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন লাভের সকল যোগ্যতা আমার রয়েছে। তারপরও দলীয় প্রধানের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ আমার নেই। এ ব্যাপারে দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার যেকোন সিদ্ধান্তকে আমি স্বাগত জানাবো। গণসংযোগকালে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, ডা. রেজাউল কবির রাজিবসহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের বিভিন্নস্থরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের বড় ভাই বালাগঞ্জ-বিশ্বনাথ ও বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সংসদীয় এলাকা থেকে ২ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইনামুল হক চৌধুরী বীরপ্রতীক। ডা. দুলাল দীর্ঘদিন যাবত সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় চষে বেড়াচ্ছেন। তিনি বিগত সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে মনোনয়ন প্রত্যাশা করেন। এবারের আসন্ন সংসদ নির্বাচনেও তিনি সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।