হরিনাকুণ্ডুতে ঋণের বোঝার ভার বয়তে না পেরে আত্মহননের পথ বেছে নিলেন রামপদ সাহা


ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর তমালতলার মৃত সুবোল সাহার ষষ্ঠ পুত্র রামপদ সাহা(৫৩) ঋনের বোঝার ভার বহন করতে না পেরে আত্মহননের পথ বেছে নেন। রামপদ সাহার অনার্স পড়ুয়া কন্য অর্পিতা সাহা জানায়, রাত সাড়ে দশটার দিকে বাবা আমাদের খাবার খাওয়ার কথা বলে নিজে না খেয়ে পিকনিক আছে বলে বাড়ি থেকে বের হয়ে আসে। প্রতিবেশী তিলোকা রানী জানান, রাতে তার কাছে সোমবারের কিস্তির জন্য তিন হাজার টাকা ধার চায়। কিন্ত তিনি টাকা না থাকায় দিতে পারেননি বলে জানান। এভাবে আরও কয়েক জনের নিকট টাকার জন্য যেয়ে ব্যর্থ হয়ে অবশেষে ভবানীপুর বড়বাড়ি সার্বজনীন পূজা মন্দিরের পাশের পুকুরের ধারে একটি রুইনে গাছে গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করে। প্রত্যুষে হরিনাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের নির্দেশে পুলিশের একটি টিম রামপদ সাহার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরনের ব্যবস্থা করেন। রামপদ সাহার স্ত্রী তাপসী রানী সাহা বলেন, গ্রামীন ব্যাংক, ব্রাক, আশা, দিশা, আরআরএফ, উপজেলা দারিদ্র্য বিমোচন দপ্তরসহ বিভিন্ন এনজিও থেকে পাঁচ লক্ষাধিক টাকার ঋন নিয়ে কিস্তি চালাচ্ছি লেন। কিন্তু নিয়মিত কিস্তির টাকা জোগাড় করতে তাকে হিমসিম খেতে হয়। অনার্স পড়ুয়া মেয়ে অর্পিতা এবং পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে রনিকে তার পিতাহারা এতিম সন্তানদের নিয়ে কিভাবে দিন কাটাবেন তা নিয়ে দুশ্চিন্তায় মুষড়ে পড়ছেন।