হাইমচরে মসজিদের ছাদ থেকে অটোবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার
              
                  
আলমগীর বাবু, চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
               
                                       
                                      
             
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    হাইমচর উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদ থেকে হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর (দুলাল) মেলকার (৪০) নামের এক অটোবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে হাইমচর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ জামে মসজিদের ভেতর থেকে দুর্গন্ধ এলে মসজিদের ইমাম ও কর্মরত আনসার সদস্যরা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ছাদে যান। সেখানেই দুলাল মেলকারের অর্ধগলিত লাশ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেন।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) ফজর নামাজ পড়তে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। নিহত দুলাল মেলকার হাইমচর উপজেলা পরিষদ সংলগ্ন ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ পূর্ব চরকৃষ্ণপুর গ্রামের হাসিম মেলকারের বড়ো ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা দুলাল মেলকার গত সোমবার (২৭ অক্টোবর) ফজর নামাজ পড়তে বের হয়ে আর বাড়ি ফেরেননি। চারদিন নিখোঁজ থাকার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিহতের পরিবার। তারা মরদেহটি দুলাল মেলকারের বলে শনাক্ত করে। পরে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। 
নিহতের ছেলে জানান, তার বাবার তেমন কোনো শত্রু ছিল না। তিনি অটোবাইক চালিয়ে সংসার চালাতেন এবং সবার সাথে হাসিখুশি ছিলেন। স্ত্রী তামান্না বেগমও কান্নাজড়িত কণ্ঠে জানান, তার স্বামীর কারো সাথে শত্রুতা ছিলো না। স্বামী-স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে সুখে জীবনযাপন করছিলেন এবং তার স্বামী অটো চালিয়ে সংসারের ব্যয়ভার নির্বাহ করতেন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে এবং মসজিদের ছাদে দুলাল মেলুকারের মরদেহ পাওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই এটিকে স্বাভাবিকভাবে দেখছেন না। এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা, নাকি হত্যা তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার সকল সিসি ক্যামেরার ফুটেজ ও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে ডাঃ সেন, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) মো. খায়রুল কবীর। তিনি সাংবাদিকদের জানান, বেলা সাড়ে ১২টায় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তথ্য নিয়ে জানা যায়, মৃত ব্যক্তির নাম হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর দুলাল মেলকার। তিনি গত ২৭ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
তিনি আরও বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হসপিটালে পাঠানো হয়েছে। লাশটি অর্ধগলিত হওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে এই ঘটনায় থানায় বর্তমানে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
হাইমচর থানার অফিসার ইনচার্জ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ উদ্ধারের পর পিবিআই (পুলিশ ব্যুরো ভাব ইনভেস্টিগেশন) চাঁদপুরও ঘটনাস্থল পরিদর্শনে আসেন।				   
				   				 
			   
          
                   