হিট স্ট্রোকে আরও ৭ জনের মৃত্যু


সারা দেশে আবারও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিনদিন তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে। তবে অতি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা কম। এ সময়ে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় মানুষের শরীরে অস্বস্তি বাড়তে পারে। সোমবারের চেয়ে আজ তাপমাত্রা আরও এক-দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। এপ্রিলের বাকি সময়টা অব্যাহত থাকবে তাপপ্রবাহ। শিগগিরই দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দেশের কোথাও কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তা তাপমাত্রা কমাতে তেমন প্রভাব ফেলবে না। এদিকে তীব্র গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। গরমের কারণে বাইরে বের হওয়া কষ্টকর হয়ে পড়ছে। অল্প সময় বাইরে অবস্থান করলেই মানুষ ঘামে ভিজে একাকার হয়ে যাচ্ছেন। প্রচণ্ড গরমে ঢাকাসহ পাঁচ জেলায় হিট স্ট্রোকে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় দুজন, ময়মনসিংহের গফরগাঁও ও ঈশ্বরগঞ্জে দুজন এবং চট্টগ্রামের সীতাকুণ্ড, নাটোর ও মাদারীপুরের কালকিনিতে একজন করে মারা গেছেন। রাজধানীসহ বিভিন্ন স্থানে সকাল থেকে বিকাল পর্যন্ত গরমে অতিষ্ঠ মানুষের মাঝে স্যালাইনের পানি বিতরণ করেছে পুলিশ এবং রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। যদিও কয়েকদিনের তুলনায় সোমবার তাপমাত্রা কিছুটা কম ছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলের আকাশে হঠাৎ মেঘ চলে আসায় সূর্যের তাপ কম পড়ে। ফলে তাপমাত্রাও কিছুটা কমে। এদিন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার। এদিকে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় পটুয়াখালীর রাঙ্গাবালী, রাজবাড়ীর বালিয়াকান্দি ও কুষ্টিয়ার কুমারখালীতে নামাজ পড়েছেন স্থানীয়রা। পরে আল্লাহর রহমত কামনা করে দাবদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, মঙ্গলবার (আজ) সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সিলেটে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তবে তা তাপমাত্রা কমাতে তেমন প্রভাব ফেলবে না। এছাড়া সারা দেশে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। সোমবার খুলনা, যশোর ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪০.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন ২০.৬ ডিগ্রি ছিল দিনাজপুরে। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। বাকি জেলাগুলোয় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ছিল। রাজধানীতে হিট স্ট্রোকে দুজনের মৃত্যু : রাজধানীতে প্রচণ্ড গরমে রাস্তায় অচেতন হয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল আউয়াল (৪৫)। সোমবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং কলেজের পেছনের রাস্তায় অচেতন হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন বসাক বলেন, ধারণা করা হচ্ছে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের মৃত আজম আলীর ছেলে আউয়াল। তিনি নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় থাকতেন। রিকশার মালিক মো. মহিবুল আলম বলেন, আউয়াল আমার রিকশা ভাড়ায় চালাত। আমার রিকশার গ্যারেজ শনিরআখড়ায়। এর আগে রোববার রাতে যাত্রাবাড়ীতে হিট স্ট্রোকে অজ্ঞাতপরিচয় ভবঘুরে এক যুবকের মৃত্যু হয়েছে। তার পরনে ছিল লাল গেঞ্জি, ফুলহাতার শার্ট ও পেন্ট। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) তাপস মন্ডল জানিয়েছেন, রাতে দক্ষিণ শেখদী ৫ নম্বর গলিতে আবু বক্কর সিদ্দিকের বাড়ির পাশে পাকা রাস্তায় মাথা ঘুরে পড়ে মারা যান তিনি। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর- কালকিনি (মাদারীপুর) : মাঠে কাজ করতে গিয়ে আজগর আলী বেপারী (৭৫) নামে এক বৃদ্ধ কৃষকের হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে। তিনি কালকিনি উপজেলার গোপালপুর এলাকার পশ্চিম বনগ্রামের বরম আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য হালিম জানান, রোববার বিকালে তীব্র গরমে জমিতে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন আজগর। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথে তিনি মারা যান। ডাসার থানার ওসি এসএম শফিকুল ইসলামও একই তথ্য জানিয়েছেন। গফরগাঁও (ময়মনসিংহ) : লংগাইর ইউনিয়নের বাগবেড় গ্রামে রোববার বিকালে হিটস্ট্রোকে মো. ফজলুল হক ঢালী (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার আফাজ উদ্দিন ঢালীর ছেলে। স্বজনরা জানান, প্রচণ্ড রোদে স্থানীয় বাজার থেকে ফিরে অসুস্থ হয়ে পড়লে ফজলুল ঢালীকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : জাটিয়া ইউনিয়নের পাইস্কা গ্রামে রমজান আলী (৫২) হিটস্ট্রোকে মারা গেছেন। স্থানীয়রা জানান, সোমবার বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে সুটিয়া বাজারে নিজের কাপড়ের দোকান খোলার পরপরই অচেতন হয়ে পড়েন তিনি। আশপাশের লোকজন ছুটে এসে দেখেন তিনি মারা গেছেন। রমজান আলী ওই গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) : ফৌজদারহাট জলিল টেক্সটাইল মিলস গেট থেকে সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী বাসে ওঠেন শুক্কুর আলী (২৫) নামে এক যুবক। চলন্ত গাড়িতেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। শুক্কুর লক্ষ্মীপুর জেলার দালাল বাজারের হাজী বাড়ির মৃত মানিক মিস্ত্রির ছেলে। পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ কেপায়েত উল্লাহ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ডেমরা (ঢাকা) : সোমবারও সারুলিয়া, হাজীনগর, স্টাফ কোয়ার্টার, বড়ভাঙ্গা, ডগাইর এলাকায় দিনমজুর, রিকশাচালকসহ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেন ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস ও ডেমরা থানার পরিদর্শক অপারেশন সুব্রত কুমার পোদ্দারসহ অন্যরা। অটোরিকশা চালক মকবুল মিয়া এক বোতল ঠান্ডা পানি ও স্যালাইন পেয়ে বলেন, পুলিশের এ মানবিক কাজকে আমরা সাধুবাদ জানাই। চুয়াডাঙ্গা : জেলায় সোমবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণাগার। দাবদাহের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বৃদ্ধি পেয়েছে ডায়রিয়া ও শিশু রোগীর সংখ্যা। অন্য রোগীর চাপ বেড়েছে বহির্বিভাগেও। গত ৪ দিনে শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে ১০৭ শিশু রোগী। এরমধ্যে অধিকাংশ জ্বর, ঠান্ডা ও শ্বাসজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছে। একই সময়ে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে ১৮৪ রোগী। সদর হাসপাতালের স্টোর কিপার হাদিউর রহমান হাদি জানান, কলেরা স্যালাইন ও খাওয়ার স্যালাইনের কোনো ঘাটতি নেই। কুমিল্লা : পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। রোববার ৮০তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন। রাজবাড়ী : বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কলেজ গ্রামের ঈদগাঁ মাঠে দুপুর ৩টায় ইসতিসকার নামাজ আদায় করেন স্থানীয়রা। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়েছে। বহরপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মজিবুর রহমান মোল্লা বলেন, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখিসহ সবাই কষ্টে আছে। সেজন্য আল্লাহর কাছে বৃষ্টির ফরিয়াদ জানিয়েছি। কুমারখালী (কুষ্টিয়া) : সকালে যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামের খড়িলার বিলে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় করেন স্থানীয়রা। তারা জানান, আল্লাহর গজব থেকে বাঁচার আকুতি জানিয়ে বৃষ্টির আশায় মুসল্লিরা দুই রাকাত নামাজ আদায় করেছেন। প্রায় তিনশ লোক এতে অংশগ্রহণ করেন। রাঙ্গাবালী (পটুয়াখালী) : বেলা সাড়ে ১১টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন মসজিদ-ই-নূর জামে মসজিদ মাঠে ইসতিসকার নামাজ আদায় করা হয়। পরে দাবদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ওই মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মোহাম্মদ আল আমিন ইউনুস। তিনি বলেন, এই গরম থেকে রক্ষা পেতে এবং আল্লাহর রহমতের বৃষ্টি যাতে আমাদের ওপর বর্ষণ হয়-এজন্য আমরা নামাজ আদায় করেছি। বাঘা (রাজশাহী) : বেলা সাড়ে ১১টায় নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাঁকা গ্রামের বড়াল নদের ঘাট এলাকায় হিট স্ট্রোকে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা বলারবাড়ী গ্রামের মৃত রমজান আলীর ছেলে। রাজ্জাক দিঘা বাজারের একজন মুদি ব্যবসায়ী।