১২ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া


বিভিন্ন সময় আটক ১২ বাংলাদেশিসহ ১৯১ বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদেরকে পাঠানো হয় বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের অভিবাসন বিভাগ। শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে ২ ও ৪ জুলাই পর্যন্ত সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে ৯৫ ইন্দোনেশিয়ান, মিয়ানমারের ৮৪ নাগরিক এবং ১২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদেরকে ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে।