১৯ রান খরচে ৭ উইকেট শিকার করে রেকর্ড


১৯ রান খরচে ৭ উইকেট শিকার করে রেকর্ড
বাহরাইনের পেসার আলী দাউদ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অসাধারণ বোলিং করে নতুন রেকর্ড গড়েছেন। শুক্রবার ভুটানের বিপক্ষে ম্যাচে তিনি মাত্র ১৯ রান খরচ করে ৭টি উইকেট নেন, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেরা বোলিং রেকর্ড। ৩৩ বছর বয়সী আলী দাউদ মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুসের পর দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে সাত উইকেট নিলেন। গালেফুতে অনুষ্ঠিত ম্যাচে তার দারুণ বোলিংয়ে ভুটান দল ধ্বংসস্তূপে পরিণত হয়। পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে বাহরাইন ৩৫ রানে জিতেছে। ম্যাচের তৃতীয় ওভারে শুরুতেই তিনি দুইটি উইকেট নেন এবং ১১ রানে ভুটান তিন উইকেট হারায়। পরবর্তীতে লেট অর্ডারে দাউদ আবার শিকার করেন। ১৬তম ওভারে তিনি তিনটি উইকেট নেন, এরপরের ওভারে আরও দুটি। ৬৭ রানে চতুর্থ উইকেটে ভুটান অলআউট হয় ১২৫ রানে। বাহরাইন ৪ উইকেটে ১৬০ রানে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। দাউদ এই তালিকায় দ্বিতীয়, প্রথমে রয়েছেন সিমার ইদ্রুস। ২০২৩ সালে তিনি চীনের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া বি কোয়ালিফায়ার ম্যাচে মাত্র ৮ রানে ৭টি উইকেট নেন, যা সবগুলো বোল্ডে। সিঙ্গাপুরের হার্ষা ভারদওয়াজ (৬-৩, ২০২৪), নাইজেরিয়ার পিটার আহো (৬-৫, ২০২১), ভারতের দীপক চাহার (৬-৭, ২০১৯) ইত্যাদি খেলোয়াড়ের বোলিং ফিগারও সেরা পাঁচে রয়েছে। তবে টেস্ট খেলার দেশগুলোর মধ্যে চাহারের ফিগার সেরা ধরা হয়।