৩ জন মাদক সেবীকে গ্রেফতার করে অর্থ ও কারাদণ্ড প্রদান করা হয়
মো:রফিকুল ইসলাম, উপজেলা প্রতিনিধি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
৬ই এপ্রিল ২৫ইং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ভূঁইয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় তিনজন মাদকসেবী মাদক গ্রহণ করে অশ্লীল আচরণ করে অঙ্গভঙ্গি করতেছিলো। এইসময় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এর নেতৃত্বে পুলিশের একটি দল তাদের আটক করে। আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় তিনজন কে যথাক্রমে ১০ দিন, ৫ দিন ও ৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।