৪৮ ঘণ্টা পর জয়ন্তর লাশ ফেরত দিল বিএসএফ


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ৭ম শ্রেণির ছাত্র জয়ন্ত কুমার সিংহ’র (১৫) লাশ ৪৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাত ১টার দিকে ভারতীয় পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। হস্তান্তরের সময় বিজিবি ও বিএসএফের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশটি জয়ন্তর চাচা বাবুল চন্দ্র সিংহর কাছে হস্তান্তর করে। সিলেটের স্বর্ণা দাসের পরে সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত নিহত হয়। এ সময় তার বাবা মহাদেব কুমার সিংহ ও দরবার আলী নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তারা রংপুরে একটি ক্লিনিকে চিকিৎসাধীন।