চট্টগ্রামে পোশাক কারখানার গুদামে আগুন


চট্টগ্রামে পোশাক কারখানার গুদামে আগুন
চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকার একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, পোশাক কারখানার গুদামে আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে ৪টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ শুরু করে। তিনি আরও বলেন, পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানানো হবে। এর আগে সন্ধ্যা সোয়া ৫টার পর রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগে। কিছু সময়ের মধ্যে সেই আগুন চারদিক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বহু ঘরবাড়ি পুড়ে যায়।