শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরার শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে৷ আজ বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। এ সময় উপস্থিত ছিলেন,প্রাণি সম্পদ কর্মকর্তা শাহারিন সুলতানা, উপজেলা কৃষি অফিসার আবুল হাসনাত,সমাজ সেবা অফিসার নাসিমা খাতুন,শালিখা থানা ওসি তদন্ত মোঃ আতাউর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আফসার উদ্দিন, বাংলাদেশ ইসলামী আন্দোলন শালিখা শাখার সভাপতি মাওলানা ওসমান গণী সাঈফী, ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ৷ সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের ডিউটি বিষয়, আচারণবিধি ও মাদক, বাল্যবিবাহসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়৷