মাটি খননের সময় বেরিয়ে এলো মর্টার শেল
অনলাইন নিউজ ডেক্স
লালমনিরহাটের হাতীবান্ধায় মাটি খননের সময় বেরিয়ে এলো পরিত্যক্ত একটি মর্টার শেল। স্থানীয়দের ধারণা, মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত মর্টার শেলটি মাটির নিচে এখনো অক্ষত আছে।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ব্রিজের পাড় এলাকায় এই মর্টার শেলটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
জানা গেছে, স্থানীয় কয়েকজন মিলে জমিতে মাটি খননের কাজ করছিল। মাটি খননের সময় পরিত্যক্ত একটি লোহার দণ্ড দেখতে পায়। পরে সেটি পরিষ্কার করে দেখে এটি যুদ্ধে ব্যবহৃত মর্টার শেল। স্থানীয় থানায় খবর দিলে পুলিশ এসে মর্টার শেলটি উদ্ধার করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সেটি আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।