খালেদা জিয়ার এই পরিণতির জন্য শেখ হাসিনা সরকার দায়ী আসাদুজ্জামান রিপন।


খালেদা জিয়ার এই পরিণতির জন্য শেখ হাসিনা সরকার দায়ী আসাদুজ্জামান রিপন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, আজকে বেগম খালেদা জিয়ার অবস্থা করুন, ওনাকে তিলে তিলে হত্যা করার জন্য শেখ হাসিনা দায়ী। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা অডিটোরিয়ামে মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও টঙ্গিবাড়ী থানা বিএনপি পরিবারের উদ্যেগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরোও বলেন, খালেদা জিয়া যখন শেখ হাসিনার পাতানো, সাজানো ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিতে গাড়িতে চড়ে এবং পায়ে হেঁটেও যেতেন। এমনকি পায়ে হেঁটেই কারাগারে গিয়েছিলেন। কারাগারে যাওয়ার তিন মাস পর চিকিৎসার জন্য তিনি পিজি হাসপাতালে পায়ে হেঁটে এসেছিলেন। ওনার কাছে হুইল চেয়ার নিয়ে আসা হয়েছিলো ওনি বলেছিলো লাগবে না, ওনি পায়ে হেঁটে ডাক্তারের কাছে গেলেন। তিনি বলেন, বছর খানেক পরেই দেখলাম ওনি হুইল চেয়ারে বসা। ওনার হাতগুলো বেঁকে গেলো, আঙ্গুল ও পা বেঁকে গেলো। ওনার খাবারে স্লো পয়জন দিয়ে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়াই ছিলো শেখ হাসিনার মূল লক্ষ্য। আজকের খালেদা জিয়ার এই পরিণতির জন্য শেখ হাসিনা সরকার ও শেখ হাসিনা দায়ী। আজকে দেশের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করছেন আপনারাও দোয়া করবেন। ওনি বেঁচে থাকলে গনতন্ত্র ও দেশ দুটোই রক্ষা পাবে।বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মহসিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মুনাজাত করা হয়।