মনোহরদীতে বিএজেএসএম মডেল কলেজে মেধাবৃত্তি পরীক্ষা দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ
অনলাইন নিউজ ডেক্স
মনোহরদীর শিক্ষাক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে ব্রেইভ জুবিল্যান্ট স্কলার্স অব মনোহরদি মডেল কলেজে লাইলি সিরাজ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। \"মেধা বিকাশে ক্ষুদ্র প্রচেষ্টা – Know Thyself\" এই স্লোগানকে মূলমন্ত্র ধরে আয়োজিত এই পরীক্ষায় গত ১২ ও ১৩ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে প্রথম দুটি ধাপ অনুষ্ঠিত হয়, যাতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার চূড়ান্ত ধাপ আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এই আয়োজন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে এবং কলেজ প্রাঙ্গণে এক উৎসবমুখর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলেছে। আয়োজকরা পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে উত্তরপত্র সংগ্রহ পর্যন্ত সমস্ত প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ও নিয়মনীতি বজায় রেখেছেন, যা শিক্ষাক্ষেত্রে একটি আদর্শ ব্যবস্থাপনার উদাহরণ তৈরি করেছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন তৌফিক সুলতান স্যার ও প্রফেসর মঞ্জিল মোল্লা, যারা শিক্ষার্থীদের শৃঙ্খলা এবং আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তৌফিক সুলতান স্যার উল্লেখ করেন যে, এই ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নৈতিকতা গঠনে সহায়ক ভূমিকা পালন করে এবং মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ত্ব হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কলেজ কর্তৃপক্ষের মতে, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মেধা অন্বেষণ ও বিকাশের সুযোগ সৃষ্টি করে এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে তাদের শিক্ষাজীবনে নতুন প্রেরণা যোগায়। ২০০৯ সালে প্রতিষ্ঠিত বি.জে.এস.এম মডেল কলেজ গুণগত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে নিয়োজিত একটি প্রতিষ্ঠান হিসেবে এলাকায় সুপরিচিত। শিক্ষাবিদ ও অভিভাবকদের মতে, এই মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে এবং মনোহরদী উপজেলার শিক্ষার মান উন্নয়নে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে কাজ করবে।
