সার্চের ফলাফল থেকে বাদ দেওয়া যাবে ইউটিউবের শর্টস
অনলাইন নিউজ ডেক্স
ইউটিউব তাদের সার্চ ফিচার আরও সহজ ও কার্যকর করার জন্য নতুন হালনাগাদ এনেছে। গুগল জানিয়েছে, এই আপডেটে সার্চ অপশনগুলোকে আরও সংগঠিত করা হয়েছে, কাজ না করা ফিচারগুলো সরানো হয়েছে এবং ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগ বিবেচনা করা হয়েছে।
নতুন আপডেটের মাধ্যমে ‘টাইপ’ মেনুতে একটি নতুন শর্টস ফিল্টার যোগ করা হয়েছে, যা ব্যবহারকারীদের শর্টস ভিডিও সার্চ থেকে বাদ দিতে সাহায্য করবে। এতে দীর্ঘ ভিডিও খুঁজে পাওয়া আরও সহজ হবে।
পাশাপাশি ‘সর্ট বাই’ অপশনের নাম পরিবর্তন করে ‘প্রায়োরিটাইজ’ করা হয়েছে এবং ‘ভিউ কাউন্ট’ অপশনটি বাদ দিয়ে নতুন পপুলারিটি ফিল্টার যোগ করা হয়েছে। এই ফিল্টার শুধু ভিউ সংখ্যা নয়, ভিডিও দেখার সময়সহ অন্যান্য সূচক বিবেচনা করে ভিডিওগুলো সাজাবে।
উপরন্তু, ইউটিউব দুটি পুরনো ফিল্টার সরিয়ে দিয়েছে — ‘আপলোড ডেট: লাস্ট আওয়ার’ এবং ‘সর্ট বাই রেটিং’ — যেগুলো ঠিকমতো কাজ করছিল না। তবে অন্যান্য আপলোড ডেট ফিল্টারের মাধ্যমে সাম্প্রতিক ভিডিও দেখা যাবে এবং নতুন পপুলারিটি ফিল্টারের মাধ্যমে জনপ্রিয় ভিডিও সহজে খুঁজে পাওয়া যাবে।
এই নতুন সার্চ ফিচারটি বর্তমানে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে এবং ধাপে ধাপে সকল ব্যবহারকারীর অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
