চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সমন্বয় মতবিনিময় সভা


চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সমন্বয় মতবিনিময় সভা
​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি তার বক্তব্যে বলেন, \"গণতন্ত্রের প্রধান ভিত্তি হচ্ছে সুষ্ঠু নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। ভোটাররা যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।\" ​বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার) পিএইচডি আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, নির্বাচনী এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। গুজব প্রতিরোধ এবং কেন্দ্রভিত্তিক নিরাপত্তা নিশ্চিতে ইতিমধ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহাদাত হোসেন মাসুদ। তিনি জেলার নির্বাচনী প্রস্তুতির বর্তমান চিত্র তুলে ধরেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেন। ​সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা নির্বাচন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। বক্তারা একটি উৎসবমুখর ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।