প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি


প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি
গত এক বছরে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিদিন গড়ে এক হাজার ২০০ জনের বেশি প্রবাসীকে গ্রেপ্তারের পর নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারদের মধ্যে ইয়েমেনি নাগরিকের সংখ্যাই বেশি। বৈধভাবে পর্যটকদের জন্য সৌদি আরব খোলা থাকলেও কর্তৃপক্ষ জানায়, কিছু দর্শনার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে কাজ করছেন বা সীমান্ত দিয়ে ঢুকে নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহার করছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ উপায়ে প্রবেশে সহায়তা, অপরাধীদের পরিবহন, আশ্রয় দেওয়া বা সেবা প্রদানকারীদেরও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। সূত্র: রয়টার্স